• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৯:৩৩ পিএম

রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ব ঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাজধানীতে যুগপৎ আন্দোলন কর্মসূচির ‘গণমিছিল’ শুরু করেছে বিএনপি ও সরকারবিরোধী সমমনা দলগুলো। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় গণমিছিল। কুরআন তেলাওয়াত করেন ওলামা দলের নেতা মাওলানা আলমগীর হোসেন।

সরকারবিরোধী সমমনা দলগুলোর এই গণমিছিলের অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান।

বিএনপির হাজারও নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন। সড়কে নেতাকর্মীদের অবস্থানের জন্য এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়েছে।

এদিকে এই গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। পাশাপাশি পুলিশের এপিসি গাড়িকেও টহল দিতে দেখা গেছে।

এদিন দুপুরে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, গণমিছিলকে কেন্দ্র করে জনগণের যাতে কোনো ভোগান্তি না হয় সে জন্য নিরাপত্তা বলয় রেখেছি আমরা। ঢাকা শহরে পুলিশ মোতায়েন করেছি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আগামীকাল শনিবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট আর আজ রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি। এই বিবেচনায় কোনো ঘটনা যাতে না হয় সেই উদ্দেশ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ