• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১০ বারের মতো আ. লীগে সভাপতি হলেন শেখ হাসিনা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ১১:১৬ পিএম

১০ বারের মতো আ. লীগে সভাপতি হলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ছয় বছর পর ১৯৮১ সালে আওয়ামী লীগ শেখ হাসিনার অনুপস্থিতিতেই তার হাতে তুলে দেয় দলের নেতৃত্ব। এরপর দলটির যতগুলো সম্মেলন হয়েছে ততবার বঙ্গবন্ধু কন্যার বিকল্প ভাবেনি আওয়ামী লীগ।

সবশেষ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির ২২তম জাতীয় সম্মেলনে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলটির সভাপতি নির্বাচিত করল কাউন্সিলররা।

এরআগে সকালে ২২ তম জাতীয় সম্মেলনে যখন দলীয় প্রধান শেখ হাসিনা পৌঁছান সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক প্রাঙ্গনজুড়ে তখন দলটির প্রায় সাতশো কাউন্সিলর, আমন্ত্রিত অতিথি ও অসংখ্য নেতাকর্মী। জাতীয় ও দলীয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য সভাপতি হিসেবে কেন আওয়ামী লীগ শেখ হাসিনার বিকল্প ভাবেন না, তা ফুটে উঠেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। সম্মেলনের দুই দিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেন, সভাপতি আমাদের অপরিহার্য। যিনি (শেখ হাসিনা) সভাপতি, তিনি আমাদের ঐক্যের প্রতীক।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ