• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপি নেতারা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৬:৫২ পিএম

আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপির তিন নেতার কেউই যাননি।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি।

জানতে চাইলে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেতৃবৃন্দ পূর্বঘোষিত গণমিছিলের কর্মসূচিতে নেতৃত্ব দিতে এখন সংশ্লিষ্ট জেলায় আছেন।”

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি পালন করছে বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রামে, আবদুল মঈন খান খুলনায় এবং নজরুল ইসলাম খান কুমিল্লায় গণমিছিলের নেতৃত্ব দেবেন।

শনিবার ঢাকায়ও বিএনপির গণমিছিলের কর্মসূচি ছিল। তবে আওয়ামী লীগের সম্মেলনের কারণে তা পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হবে।

এদিকে বিএনপি নেতারা না গেলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

জোট শরিক দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরীকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাসদের সভাপতি রেজাউর রশীদ খান, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, কমিউনিষ্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ