প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২, ১০:৩৩ পিএম
আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবে আওয়ামী লীগ। করোনার মধ্যেও আওয়ামী লীগ সাংগঠনিক কাজ চালিয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একমাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে।’
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে সর্বশেষ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে মূল্যায়ন করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আই এম এ নট এ পারফেক্ট ম্যান। ভুলত্রুটি আছে, থাকবেই।’
দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী হিসেব দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ছিল কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু ছিল আমার নাম্বার ওয়ান চ্যালেঞ্জ। এক সঙ্গে ১০০ ব্রিজ উদ্বোধন করা হয়েছে, কর্ণফুলী টানেল, দুই হাজার কিলোমিটার রাস্তা নির্মাণসহ বহু উন্নয়ন হয়েছে। সব কাজই করেছি। এর মধ্যে পদ্মা সেতু ছিল চ্যালেঞ্জিং।’
বিএনপির গণমিছিলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে হটানো নিয়ে বিএনপি শঙ্কিত। তাদের আন্দোলনে জনগণ নেই। আন্দোলন করতে ব্যর্থ হলে সব কিছুই ব্যর্থ হয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘দলের মধ্যে থেকে যে সব নেতাকর্মী বিতর্ক সৃষ্টি করেছে এবং বিদ্রোহী প্রার্থী হয়েছে এমন অভিযোগের বিষয়ে যারা ক্ষমা চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সভাপতি শেখ হাসিনা ক্ষমা করে দিয়েছেন। যারা ক্ষমা চেয়ে আবেদন করবেন তাদের বিষয়টি যাচাই-বাছাই করে ক্ষমা করা হবে।’
এআরআই/এএল