• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ১০:৩১ পিএম

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দেশের রাষ্ট্র ধ্বংস করেছে আর আওয়ামী লীগ মেরামত করছে। এই দেশকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’

সোমবার (১৯ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। এজন্য প্রয়োজন সুশৃঙ্খল কর্মী বাহিনী। তা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে না।’

এ সময় বিএনপির কর্মসূচি দিলে অসুবিধা নাই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়াতে সুশৃঙ্খল কর্মীবাহিনী প্রয়োজন। তাই দলের সব নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহবান জানান তিনি। তার আশা, আয়োজন সাদামাটা হলেও উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে।’

 

এআরআই/এএল

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ