• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক চলছে

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০১:৩৭ এএম

আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে এই বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাধারণত জাতীয় সম্মেলনের আগে জাতীয় কমিটির বৈঠক করে আওয়ামী লীগ। এই বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।

গঠনতন্ত্র অনুযায়ী, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য জাতীয় কমিটিরও সদস্য। প্রতিটি সাংগঠনিক জেলার একজন প্রতিনিধি এই কমিটির সদস্য। এর বাইরে দলের সভাপতি ২১ জন সদস্য মনোনীত করেন। সব মিলিয়ে জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন।

এসএ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ