• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে : কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১১:৫৬ পিএম

ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  ‍‍`প্রিয় ভাই-বোনেরা, খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, আন্দোলনে খেলা হবে। যারা খুন করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।’

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একাত্তরের খুনীদের বিরুদ্ধে, পঁচাত্তরের খুনিদের বিরুদ্ধে খেলা হবে। তার জন্য প্রস্তুত হতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এবার আমরা গড়ব স্মার্ট বাংলাদেশ।’

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এই শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়।

বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী। এদিন দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ঢল নামে নেতা-কর্মীদের।

এআরআই

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ