প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৩:৫৯ পিএম
আজ যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টায় এই সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে সভাপতিত্ব করবেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।
২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে যুব মহিলা লীগ গঠন করেছিলেন।
আরও পড়ুন: আমেরিকা-কানাডা খুনিদের মানবাধিকার রক্ষায় ব্যস্ত: প্রধানমন্ত্রী
যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় ১ হাজার ৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারবো।
সজিব/এএল