প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৭:৫৯ পিএম
বিদ্যুৎ খাতে যে পরিমাণ লুটতরাজ হচ্ছে, গত ১০-১২ বছর ধরে এই বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে এটাই তো বাংলাদেশ টেকব্যাকের হিসাব। এটা নজিরবিহীন, এই বাংলাদেশ আমরা চািইনি বললেন খন্দকার মোশাররফ।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘টেকব্যাক বাংলাদেশ’ বলতে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রের বাংলাদেশে ফিরে যেতে চেয়েছি । আমরা ‘টেকব্যাক বাংলাদেশ’ মানে এটা বোঝাতে চেয়েছি যে, এই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, সেই বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই। মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র কিন্তু আজকে দেশে কোনো গণতন্ত্র নেই। আমরা সেই গণতান্ত্রিক দেশ ফিরে পেতে চাই।
মোশাররফ হোসেন বলেন, তারা (আওয়ামী লীগ) যদি বলে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল পাকিস্তানের পূর্বাবস্থায় ফিরে যেতে চায়, তাহলে এটা আমার মনে হয় এ দেশের মানুষ কেউ বিশ্বাস করবে না। এই সরকার যেভাবে বিভিন্নভাবে চাপাবাজি করছে তেমনিভাবে এটাও একটা চাপাবাজির অংশ। তারা ইতিহাসকেও বিকৃত করছে এটাও সেটার একটা অংশ। আজকে বিশ্বের মধ্যে আমাদের এখানে অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল।
আরও পড়ুনঃ জোট বেঁধেছে বিএনপি বুদ্ধিজীবী হত্যায় জড়িত জামায়াতের সঙ্গে: তথ্যমন্ত্রী
শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে লোকজন রায়েরবাজারে এসে সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন।
এনএমএম/এএল