• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৯:১৭ পিএম

নয়াপল্টনে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদে সমাবেশ শুরু হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই সমাবেশ করছেন তারা। আর প্রতিবাদ সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টা থেকেই কার্যালয়ের সামনে আসতে থাকেন বিএনপির কর্মী-সমর্থকরা। দেড়টার পর থেকে আসতে থাকে মিছিল। নির্ধারিত সময়ের পূর্বেই কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিক্ষোভ সমাবেশে সঞ্চালনার দায়িত্বে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

আরও পড়ুন : জামায়াত আমিরের জঙ্গি সম্পৃক্ততা, যা জানালো সিটিটিসি

প্রতিবাদ সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুলে সর্তক অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি যে কোনো ধরনের নাশকতা রুখতে প্রস্তুত রাখা হয়েছে জল কামান।

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ