• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সংসদে বিএনপির ৭ এম‌পি না থাকলে কী যায় আসে: ড. রাজ্জাক

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:৩৩ এএম

সংসদে বিএনপির ৭ এম‌পি না থাকলে কী যায় আসে: ড. রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি

কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করায় সংসদে কোনো প্রভাব পড়‌বে না। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। সাত এম‌পি সংসদে এলো কি গেল তা‌তে কিছু যায় আসে না। এই সাতজ‌নের জন্য এক বছ‌রে দেশ ভে‌ঙে পড়‌বে না; যথা‌নিয়মে সংসদ চল‌বে।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল হানাদারমুক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তি‌নি আ‌রও ব‌লেন, ‘ওই সাতজন ২০১৪ থে‌কে ২০১৮ সালের নির্বাচ‌নের আগপর্যন্ত সংসদে ছিলেন না। এটা দুঃখজনক। আমরা সবসময়ই ব‌লি সংস‌দে একটা বি‌রোধী দল থাকা খুবই দরকার। কিন্তু কেউ য‌দি না থা‌কে, তাহ‌লে আমা‌দের কিছু করার নেই।
মন্ত্রী বলেন, বিএন‌পির পায়ের নি‌চে মা‌টি নেই। ২০০১ সালে ক্ষমতায় এসে একটা নৈরাজ‌্য সৃ‌ষ্টি করেছে। তখন দে‌শের গণতন্ত্র ছিল বিপন্ন।
বিএনপির ১০ দফা দাবির বিষ‌য়ে কৃ‌ষিমন্ত্রী ব‌লেন, বিএন‌পির দাবিগু‌লো নিয়ে সবসময়ই ভাঙা রেকর্ড বাজাচ্ছে ১০ বছর ধরে। এই সরকারের অধী‌নই সংবিধান অনুয‌ায়ী নির্বাচ‌ন হবে। এতে বিএন‌পি কী চাইল বা চাইল না; সেই অনুযায়ী নির্বাচন হবে না। সং‌বিধা‌নের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আরও পড়ুনঃ আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে ৬ পাকিস্তানি নাগরিক নিহত
এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মন্ত্রী টাঙ্গাইল পৌর উদ্যানে হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দেন।

 

সাজেদ/

আর্কাইভ