• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির ৭ এমপি পদত্যাগপত্র দিলেন স্পিকারকে

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ০৬:২৩ পিএম

বিএনপির ৭ এমপি পদত্যাগপত্র দিলেন স্পিকারকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৭ জন সংসদ সদস্য (এমপি) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর জাতীয় সংসদ ভবনে পৌঁছে পদত্যাগপত্র জমা দেন তারা।

‘সাতজন এমপি পদত্যাগ করলে সংসদের কোনো সঙ্কট তৈরি হবে না’ আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, সঙ্কট হবে না এমন বক্তব্যই প্রমাণ করে সংকট হবে।

বিএনপির এমপিরা জানান, তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সরকারের অনিয়মের কারণে তারা অসন্তুষ্ট।

আরও পড়ুন: পদত্যাগ করবেন না জাপার এমপিরা: চুন্নু

রুমিন ফারহানা আরও বলেন, আমাদের সংসদে আসার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। তবে এখন আমাদের দলের সিদ্ধান্তমতে আমরা সবাই পদত্যাগ করতে এসেছি। স্পিকারের কাছে আমরা আজ পদত্যাগপত্র জমা দেব।

তিনি বলেন, আমি গতকাল ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর)  ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ জন এমপির পদত্যাগের ঘোষণা দেয়া হয়।

 

সজিব/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ