• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আজ ঢাকায় আওয়ামী লীগ হরতাল করছে: আমীর খসরু

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১০:২৪ পিএম

আজ ঢাকায় আওয়ামী লীগ হরতাল করছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ঢাকায় আজ হরতাল পালন হচ্ছে। এ হরতাল ডেকেছে আওয়ামী লীগ। বাস নাই, গাড়ি নাই। চারদিকে থমথমে। এ দিয়ে কী বুঝলেন?’

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাতে অস্ত্র নিয়ে পিকেটিং করছে। তারা ঢাকার এন্ট্রি গেটে (প্রবেশপথে) পিকেটিং করছে। এ পিকেটিং মানুষ কখন করে? হরতাল কখন করে? সরকার কী দেশে আছে? সরকার নেই...। বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনেও হয় না।

আরও পড়ুনঃ এবার জাপা’র এমপিদের পদত্যাগের আহ্বান বিএনপির

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকের গণসমাবেশ থেকে ১০ দফার ঘোষণা আসছে। ঘোষণা আসুক। আমরা বলতে চাই, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বাধ্য করবো।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘বিএনপির পার্টি অফিসে হামলা করে তারা ভয় দেখাতে চেয়েছিল। আমাদের কেউই ভয় পাইনি। আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, উজ্জীবিত হয়েছেন। এটি ধরে রাখুন। সামনে কাজে লাগবে।’

অনুমতির পরপরই সমাবেশস্থলে বিএনপিকর্মীদের জমায়েত শুরু

তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) আমদের যতই ফেলে দেয়ার চেষ্টা করুক, এবার কেউ পিছু হটবো না। আজকের ঘোষণার পর একদফা আন্দোলনে যাবো। জনগণকে নিয়ে সরকার পতনের লড়াই করে যাবো।’

 

সাজেদ/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ