• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

এবার জাপা’র এমপিদের পদত্যাগের আহ্বান বিএনপির

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ১০:০৯ পিএম

এবার জাপা’র এমপিদের পদত্যাগের আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এবার জাতীয় পার্টির সংসদ সদস্যদের জাতীয় সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পদত্যাগের এই আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। 

তিনি বলেন, ‘আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলবো আপনারাও পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ও তার সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।’

আরও পড়ুন : ঢাকার সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘মাঠের থেকে রাস্তায়, বাইরে আরও ১০ গুণ মানুষ রয়েছে। আমি বলতে চাই, এটি ১০ নম্বর সমাবেশ না, ১০ নম্বর সতর্কতা সংকেত। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে।’

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

 

এআরআই/এএল

আর্কাইভ