• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
মোবাইল ফোন চেক

১০-১২ জন বিএনপি সমর্থককে পুলিশে দিলো ঢাবি ছাত্রলীগ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৯:২২ পিএম

১০-১২ জন বিএনপি সমর্থককে পুলিশে দিলো ঢাবি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গোলাপবাগ মাঠে চলছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অবস্থান করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

এ দিন সকালে ও দুপুরে দুই দফায় বিএনপি সমর্থক সন্দেহে ১০-১২ জনকে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে আটক করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর মারধর ও মোবাইল ফোন ঘাঁটার পর তাদের পুলিশের হাতে তুলে দেন তারা। অভিযোগ রয়েছে ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল তারা। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুই দফায় ১০-১২ জনকে আমরা পুলিশে দিয়েছি। তাদের মোবাইল ফোন চেক করে বিএনপি সমর্থক বলে নিশ্চিত হয়েই শাহবাগ থানা-পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।’

আরও পড়ুন : ঢাকার সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

রিয়াজুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে। এসব সন্ত্রাসীকে রুখতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আছে। আমরা বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতির কবর রচনা করবই।’

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাফর এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে জানতে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।’

 

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ