প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৮:৫৪ পিএম
সাভারে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে এই সভাটির আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে সাভারের রেডিও কলোনির স্কুল মাঠে সভাটি শুরু হয়। জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক (এমপি), অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি), জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শিক্ষামন্ত্রী দীপু মনি ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে আশপাশের এলাকা।
আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত
এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, ‘আমাদের জনসভার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ জনসভা শান্তিপূর্ণ হবে বলে আশা করি৷’
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ বলেন, ‘সাভারে বিজয়ের মাসে আমরা জনসভার আয়োজন করেছি। আশা করছি জনসভায় ৫ লাখ লোক হবে।’
সজিব/এআরআই