• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ ঢাবি ছাত্রলীগের সম্মেলন: স্লোগানে স্লোগানে মুখরিত ক্যাম্পাস

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:৫৩ পিএম

আজ ঢাবি ছাত্রলীগের সম্মেলন: স্লোগানে স্লোগানে মুখরিত ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। বিকেল তিনটায় এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনের উদ্ধোধন করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিধিনিষেধেও চলছে ঢাবি ছাত্রলীগের সম্মেলন

সম্মেলনকে কেন্দ্র করে শনিবার (৩ ডিসেম্বর) দুপুর দুইটার আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা আপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে মেয়েদের হলের নেত্রী-কর্মীদের মধ্যে। মেয়েদের পাঁচটি হলের সাভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা আলাদা রঙের শাড়ি পরে সম্মেলন স্থলে হাজির হচ্ছেন।

ঢাবি ছাত্রলীগের সম্মেলন: স্লোগানে স্লোগানে মুখরিত ক্যাম্পাস

এ ছাড়া ছেলেদের হলের নেতাকর্মীদের অনেকেই ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ সম্বলিত লেখা ব্যাজ মাথায় বেঁধে এসেছেন। পুরো সম্মেলন স্থান বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা চাই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যোগ্য নেতৃত্ব পাবে। যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন তারাই কমিটিতে জায়গা পাবেন এমনটিই চাই।

 

 

সজিব/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ