• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লা থেকে চুরি হলো রুমিন ফারহানার মোবাইল ফোন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৯:৩০ পিএম

কুমিল্লা থেকে চুরি হলো রুমিন ফারহানার মোবাইল ফোন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বিভাগীয় সমাবেশস্থলে গিয়ে মোবাইল ফোন খোয়ালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানা। শুক্রবার রাতে ৯টায় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

সমাবেশস্থলে যাওয়ার কিছু সময় পর নিজের মোবাইল ফোন চুরির বিষয়টি টের পান রুমিন ফারহানা। মোবাইল ফোনের কথা যখন স্মরণ হয়, তখন তিনি নিজের ব্যাগ খুলে দেখেন সেটি নেই। তবে ব্যাগ থেকে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি। পরে বিষয়টি বিএনপি নেতা ও কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে জানান রুমিন ফারহানা।

বিষয়টি নিশ্চিত করে সাক্কু বলেন, ঘটনা জানতে পেরে আমি সেখানে হ্যান্ডমাইকে সবাইকে জানিয়ে দেই। একই সঙ্গে কেউ যদি মোবাইল ফোনটি ফেরত দেন তাকে পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন সাবেক এই মেয়র।

রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র জানান, মোবাইল ফোন চুরির বিষয়ে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে।

আইএ/এএল

আর্কাইভ