• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার দাবী

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ১১:৪৬ পিএম

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার দাবী

ঝালকাঠি প্রতিনিধি

২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তুর্ভুক্ত করার দাবী জানিয়েছে ঝালকাঠি নারী উন্নয়ন ফোরাম ও অপারাজিতা নেটওয়ার্ক।

বুধবার (১৬ নভেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবের হল রুমে এক সংবাদ সন্মেলনে এ দাবী জানানো হয়।

সংবাদ সন্মেলনে, গণপ্রতিনিত্ব আদেশ অনুযায়ী, নারীর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত্বে সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য অন্তুর্ভুক্ত করার দাবী জানান বক্তারা। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের জেলা ও উপজেলা কমিটিতে দু‍‍`টি গুরুত্বপূর্ণ পদ দেয়ারও দাবী জনানা তারা।

এছাড়া সংবাদ সন্মেলনে, জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেবল প্রতিকী অংশগ্রহণ নয়, নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করারও দাবী জানান আয়োজক সংগঠন দু‍‍`টির নেতারা।

সংবাদ সন্মেলনে বক্তব্য দেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইসরাত জাহান সোনালী, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির আল-আমিন তালুকদারসহ আরো অনেকে। 

 

এসএই

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ