• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যুবলীগ নেতা জিন্নাত আলী হারুর দাফন সম্পন্ন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০৫:২৩ পিএম

যুবলীগ নেতা জিন্নাত আলী হারুর দাফন সম্পন্ন

সিটি নিউজ ডেস্ক

ঢাকায় যুবলীগের মহাসমাবেশে এসে মারা যাওয়া যুবলীগ নেতা জিন্নাত আলী হারুনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০ টার দিকে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যারয় মাঠে তারা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়া্মী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মান্নান, ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি একরামুল হক বিজয় প্রমুখ।

এর আগে শুক্রবার ঢাকায় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে রাজশাহীর মোহনপুর থেকে ঢাকায় আসেন বাকশিমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি জিন্নাত আলী হারু। বেলা ১১ টার দিকে হটাৎ বুকে ব্যথা অনুভব হওয়ার পরপরই তিনি পড়ে যান। পরে তার সহকর্মীরা ঢাকা মেডিপকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে রওনা হয়।  রাত ১১ টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানেও এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এদিকে যুবলীগ নেতা জিন্নাত আলী হারুর মৃত্যুতে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল শোক প্রকাশ করেছেন।

 

আইএ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ