• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হচ্ছে না রাবি ছাত্রলীগের সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২, ০১:১৪ এএম

হচ্ছে না রাবি ছাত্রলীগের সম্মেলন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। এর পরিবর্তে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাবি ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন নিয়ে নেতাকর্মীরা ব্যস্ত। তাই, এই মুহূর্তে রাবি ছাত্রলীগ সম্মেলন করা সম্ভব হচ্ছে না। তবে প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হবে।

রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে আসার বিষয়টি নিশ্চিত করেননি। তাই আমরাও সম্মেলনে প্রস্তুতি নিতে পারিনি।

এর আগে, গত ২৩ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখা ছাত্রলীগের নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর ১২ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটি।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বরে সর্বশেষ রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

আইএ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ