• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের ওপর মানুষের কোনো আস্থা নেই : চুন্নু

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৮:১৪ পিএম

আওয়ামী লীগের ওপর মানুষের কোনো আস্থা নেই : চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের ওপর মানুষের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘তাদের শাসনামলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। দুর্নীতির কারণে দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেশের মন্ত্রীরা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে তাদের গাধার সঙ্গে তুলনা করেন মুজিবুল হক চুন্নু।’

শনিবার (৫ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘সারাদেশে বিএনপির সমাবেশে বাধা দেয়া হচ্ছে। এটা বেআইনি। বিএনপির সমাবেশে মানুষ যাচ্ছে বর্তমান সরকারের অপশাসনের প্রতিবাদ করতে।’

 

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ