• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপির অতীত কাজের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা : নানক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৬:০৬ পিএম

বিএনপির অতীত কাজের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকরা : নানক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ কারও আন্দোলনে বাধা দিচ্ছে না, তবে বিএনপির অতীত কাজের জন্য বাস মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১১ নভেম্বর যুবলীগের সমাবেশ ঘিরে মাঠ পরিদর্শনে যান নানক। এ সময় তিনি বলেন, ‘বিএনপিকে আন্দোলন সংগ্রামে স্বাগতম, তবে আন্দোলনের নামে লাঠি নিয়ে আসা যাবে না।’

বিএনপি শিষ্টাচারের রাজনীতি বোঝে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। এ সময় দলটির কেন্দ্রীয় নেতা মির্জা আজমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এআরআই

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ