• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপির মানুষ পোড়ানোর রাজনীতি সফল হবে না : ডেপুটি স্পিকার

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৫:০৫ এএম

বিএনপির মানুষ পোড়ানোর রাজনীতি সফল হবে না : ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‍‍` বিএনপির মানুষ পোড়ানোর রাজনীতি সফল হবে না। বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচিতে জানমালের ক্ষতি হলে তাদের রাস্তায়ই নামতে দেয়া হবে না। তারেক রহমান লন্ডনে বসে সহযোগীদের নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে।‍‍`

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  এসব কথা বলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

তিনি আরও বলেন,‍‍` রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা চলছে। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত আছে। কিন্তু বিএনপি দেশকে অন্ধকারে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। সারা বিশ্বে তারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আওয়ামী লীগের অগ্রযাত্রা রুখে দেওয়ার ক্ষমতা তাদের নেই।‍‍`

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন বলেন, ‍‍`নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন। আর সেই নির্বাচনের মাধ্যমেই মির্জা ফখরুলদের গলাবাজি বন্ধ করে দেয়া হবে।‍‍`

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় সদস্য বেগম আক্তার জাহান, অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, আব্দুল আওয়াল শামীম, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন প্রমুখ।

 

এসএএস

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ