• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হুম্মাম চৌধুরীরা পবিত্র ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে: শিক্ষা উপমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৩:৫১ এএম

হুম্মাম চৌধুরীরা পবিত্র ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, রাজনৈতিক মঞ্চে যে ব্যক্তি নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে উত্তেজনা সৃষ্টি করতে চায়, দেখবেন সেই ব্যক্তি নামাজের আশপাশে নাই। এরা পবিত্র ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘শেখ রাসেলের জন্মদিন: গাহি তারুণ্যের জয়গান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর পারিবারিক ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা। আবার রাতের বেলা যায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে পার্টি করার জন্য। মদ পান করে, সবই করে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ধর্মকে নিয়ে ব্যবসা করে। তারা এখন সংগঠিত হচ্ছে আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে মিলে।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, যদি সংবিধান পরিবর্তন করতে চান, তাহলে নির্বাচনে এসে ভোটের মাধ্যমে সংসদে গিয়ে সংবিধান পরিবর্তন করুন। অন্যথায় সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কূটনৈতিক পাড়ায় পার্টি না করে আমাদের সঙ্গে বসে চা খেতে খেতে আলোচনা করেন, তাতে অনেক সওয়াব হবে।

মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি বিনষ্ট করার একটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ ৫৯ বছর বয়স হতো। ’৭৫-এর ১৫ আগস্ট খুনি জিয়ার মদতপুষ্টরা তাকে হত্যা করে। তাকে হত্যার মাধ্যমে তারা বুঝিয়েছে, তারা বঙ্গবন্ধু পরিবারকে ভয় পেত। সে জন্য তাকে বেঁচে থাকতে দেয়নি।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, হুম্মাম কাদের চৌধুরী রাতের বেলা পার্টি করে বিদেশি কূটনীতিকদের সঙ্গে। সেখানে সে মদ পান করে, সবই করে। আবার সকালে ঘুম থেকে উঠে ধর্মকে নিয়ে ব্যবসা করে। এছাড়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর পারিবারিক ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘শেখ রাসেলের জন্মদিন : গাহি তারুণ্যের জয়গান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, রাজনৈতিক মঞ্চে যে ব্যক্তি নারায়ে তাকবির আল্লাহু আকবর বলে উত্তেজনা সৃষ্টি করতে চায়, দেখবেন সেই ব্যক্তি নামাজের আশপাশে নাই। এরা পবিত্র ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, যদি সংবিধান পরিবর্তন করতে চান, তাহলে নির্বাচনে এসে ভোটের মাধ্যমে সংসদে গিয়ে সংবিধান পরিবর্তন করুন। অন্যথায় সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর কূটনৈতিক পাড়ায় পার্টি না করে আমাদের সঙ্গে বসে চা খেতে খেতে আলোচনা করেন, তাতে অনেক সওয়াব হবে।

মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রীতি বিনষ্ট করার একটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজ ৫৯ বছর বয়স হতো। ’৭৫-এর ১৫ আগস্ট খুনি জিয়ার মদতপুষ্টরা তাকে হত্যা করে। তাকে হত্যার মাধ্যমে তারা বুঝিয়েছে, তারা বঙ্গবন্ধু পরিবারকে ভয় পেত। সে জন্য তাকে বেঁচে থাকতে দেয়নি।

জেডআই/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ