• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মুন্সীগঞ্জে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ১২:১৯ পিএম

মুন্সীগঞ্জে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে যুবদলকর্মী শাওন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (১০ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মত রহিমা আক্তারের আদালত আবেদনটি খারিজের আদেশ দেন।

গত বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী কৃষক দলের নির্বাহী সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য সংগ্রাহক কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে যুবদল কর্মী শাওনকে হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার জন্য লিখিত আবেদন করেন।

এ অভিযোগে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামানসহ ৯ পুলিশ সদস্যকে এজাহার নামীয় আসামি ও ৪০-৫০ জন অজ্ঞাত পুলিশ সদস্য এবং ২০০-৩০০ জন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়।    

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মামলার আবেদনটি ২০৩ ধারায় খারিজ করেছেন আদালত।

 

এসএএস/এএল

আর্কাইভ