• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০১:৩৫ এএম

সাতক্ষীরা পৌর মেয়রসহ  বিএনপির ১০ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি

নবগঠিত পৌর বিএনপির সভা চলাকালে সাতক্ষীরা পৌর মেয়র ও নবগঠিত কমিটির সদস্য সচিব জকিন আহমেদ চিশতি ও পৌর বিএনপির আহ্বায়ক শের আলীসহ ১০ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কাশেম প্লাজা থেকে তাদের আটক করা হয়।

 এ ছাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকেও আটক করা হয়েছে।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

পৌর মেয়রসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

এএস

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ