• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নয়াপল্টনে বাদ জুম্মা নিহত যুবদলকর্মী শাওনের জানাজা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৪:৪৭ পিএম

নয়াপল্টনে বাদ জুম্মা নিহত যুবদলকর্মী শাওনের জানাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

একই সঙ্গে বাদ জুম্মা সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচী ঘোষণা করেন। বৃহস্পতিবার রাত ৮.৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভকে কেন্দ্র করে মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় ৮টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশের এএসপি, সদর থানার ওসিসহ ১০ পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ হন শাওন।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল জেলা বিএনপি।

শাওন ভূঁইয়া সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার তোয়াব আলীর ছেলে। শাওন পেশায় রিকশাচালক ছিলেন। দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিলেন শাওন। তিনি মুন্সিগঞ্জ জেলা মীরকাদিম পৌর যুবদলের ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জেডআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ