• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢামেকে মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৪:৩৯ এএম

ঢামেকে মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওনের মৃত্যু

যুবদলকর্মী শাওন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার পর তিনি মারা যান। ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জের মুক্তারপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ ডাকে জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি করলে এতে বাঁধা দেয় পুলিশ। পরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। মুহূর্তেই রণক্ষেত্র পরিণত হয় মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা।

পরে ওই ঘটনায় বিএনপির ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, বিএনপির বিক্ষোভ সমাবেশ স্থলে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়।

 

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ