• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৮:৫৪ পিএম

অতি উৎসাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আদালত প্রতিবেদক

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় দলের অতি উৎসাহী কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রের নির্দেশ ছাড়া বিএনপির কর্মসূচিতে কিছু অতি উৎসাহী কর্মী বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিরোধী দলের কর্মসূচিতে হামলা না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন সাধারণ সম্পাদক।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশকে আবার পাকিস্তান বানাতে চায়। পাকিস্তানপন্থীদের হাতে দেশ তুলে দেয়া যাবে না।

জেডআই/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ