প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:৪২ এএম
কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শরীফুল ইসলামের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক (গঠনতন্ত্র অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে তাকে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় শরীফুল ইসলাম শরীফের সমর্থকদের হাতে দুই দফায় লাঞ্ছিত হন দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সম্পাদকীয় রিপোর্ট পেশের সময় প্রথম দফায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শামীমকে লাঞ্ছিত করে শরীফুল ইসলামের সমর্থকরা। পণ্ড হয়ে যায় বর্ধিত সভা।
পরে শিল্পকলা একাডেমির বাইরে আবারও দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে মারধর করেন শরীফুল ইসলাম ও তার লোকজন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
জেইউ