• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আ.লীগ উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৬:৩০ এএম

আ.লীগ উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী

দেশজুড়ে ডেস্ক

আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব মানুষের কল্যাণে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘ধর্মীয় নেতাদের ন্যায় কাজী সমাজকেও মানুষ সম্মান করে। তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের অবশ্যই পাশে পাব, এটা আমাদের বিশ্বাস।’

জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
 

জেইউ

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ