• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি নেতা গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৪:১৭ এএম

বিএনপি নেতা গয়েশ্বরের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩০ মাসের পৌনে দুই লাখ টাকার বকেয়া বিলের কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রায়েরবাজারের শেরেবাংলা সড়কে বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস পৌনে দুই লাখ টাকার বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জানা যায়, সোমবার দুপুরে তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বর চন্দ্র রায়ের ২২৬/১, শেরে বাংলা রোডের বাসায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। বিএনপির এই নেতার বাসায় ৭টি ডাবল বার্নারের চুলার জন্য বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত দীর্ঘ ৩০ মাস কোন বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করা হচ্ছিলো।

এ প্রসঙ্গে তিতাস গ্যাস ধানমন্ডি জোনের ডিজিএম ইঞ্জিনিয়ার নাজিবুল জানান, এটি তিতাস কর্তৃপক্ষের নিয়মিত কার্যক্রমের অংশ। বকেয়া বিল থাকলে আমরা তা অনুসন্ধানে টিম প্রেরণ করি। বিল পরিশোধ না থাকলে আমরা সংযোগ বিচ্ছিন্ন করি। গয়েশ্বর চন্দ্র রায়ের শেরে বাংলা রোডের এই বাসায় আমরা আজ দুপুর আনুমানিক ১২টার দিকে যাই। তিনি দীর্ঘদিন যাবৎ গ্যাস বিল দিচ্ছিলেন না। এর পরিপ্রেক্ষিতে তার বাড়ির সকল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেই আমরা।

সংযোগ বিচ্ছিন্ন করার পর বিল পরিশোধ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত বকেয়া বিল পরিশোধ করা হয়নি। বিল পরিশোধ ও জরিমানা প্রদান সাপেক্ষে তার সংযোগ পুনঃস্থাপন করা হবে।

জেডআই/
 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ