• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: আগস্ট ২, ২০২২, ০৫:১৮ পিএম

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ভোলায় নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের কারণে বন্ধ আছে প্রেস ক্লাবের সামনের সড়ক। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশ শুরুর আগেই ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ঢাকা মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন।

এআরআই/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ