• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২, ১০:০৭ পিএম

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার (১৩ জুলাই) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

কিন্তু আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে, তিনি কোনো মন্তব্য না করে সালাম দিয়ে চলে যান।

এর আগে, মঙ্গলবার (১২ জুলাই) জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাতের পরদিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎ হলো।

এ সময় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

জেডআই/এএল

আর্কাইভ