• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লেবার পার্টির সঙ্গে সংলাপে বসছে বিএনপি

প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৫:৫২ পিএম

লেবার পার্টির সঙ্গে সংলাপে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বসছে বিএনপি। শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

বিএনপি মঙ্গলবার (২৪ মে) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। প্রথম দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করে। সেখানে নাগরিক ঐক্যের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

জেইউ/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ