• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিএনপি নেতা এম এ মান্নান লাইফ সাপোর্টে

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০৮:৩৮ পিএম

বিএনপি নেতা এম এ মান্নান লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেয়র অধ্যাপক এম এ মান্নানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 

তিনি বলেন, ‘এম এ মান্নান দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। গতকাল তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে রাতে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।’

শায়রুল কবির জানান, ২০১৫ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন এম এ মান্নানকে গ্রেফতার করা হয়। নানা হয়রানি পর ২০১৭ সালে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। ৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনীতিতে নিষ্ক্রয় হয়ে পড়েন। দলীয় কোনো অনুষ্ঠানে তিনি অংশ নিতেন না।

এম এ মান্নানের সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন শায়রুল।

জেইউ/এএল

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ