• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার রায় দিয়েছেন শেখ হাসিনা: গয়েশ্বর

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০১:৩৪ এএম

খালেদা জিয়ার রায় দিয়েছেন শেখ হাসিনা: গয়েশ্বর

সাভার প্রতিনিধি

খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা বিচারপতিদের রায় নয়, শেখ হাসিনা এ রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার (২৪ এপ্রিল) দুপুরে সাভারের জিরাবো এলাকায় সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বিচারপতিদের রায় মাথা পেতে নিতে চাই। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা বিচারপতিদের রায় নয়,স্বয়ং শেখ হাসিনা নিজে এ রায় দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘মিছিল-মিটিং বন্ধ করা পুলিশের দায়িত্ব নয়। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারীর মতো কাজ করবেন না। আপনারা আগামী দিনেও চাকরি করবেন। তাই বলছি, যা করেছেন এখানেই থামেন। জনগণের ওপর আর জুলুম করবেন না।’

সম্মেলনে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেইউ


রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ