• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা,আহবায়ক মারাত্মক আহত

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০৬:৪১ এএম

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা,আহবায়ক মারাত্মক আহত

দেশজুড়ে ডেস্ক

মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে; এ সময় কয়েকজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সদর থানার ওসি নাসির উদ্দিন জানান।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম অভিযোগ করেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল একটি মিছিল বের করে। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এতে কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতানসহ কয়েকজন আহত হন। টিপু সুলতানকে রক্তাক্ত অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান আব্দুর রহিম।

তবে এই হামলায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান।

তিনি বলেন, “ছাত্রদলের দুই পক্ষের মধ্যেই মারামারি হয়েছে। ছাত্রলীগ এ ঘটনায় জড়িত নয়।”

ওসি নাসির উদ্দিন বলেন, “ছাত্রদল কলেজ ক্যাম্পাসে মিছিল বের করলে প্রতিপক্ষ একটি গ্রুপের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় টিপু সুলতান নামে একজন সামান্য আহত হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ