• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত ঘোষণা

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০১:০১ এএম

ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ।

দফতর সম্পাদক রেজোয়ান হক মুক্তের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবি ছাত্র ইউনিয়নের সদস্য আকিফ আহমেদ কর্তৃক ধর্ষণের ঘটনায় যথাযত পদক্ষেপ না নেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনের একজন সদস্য কর্তৃক ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ব্যর্থতা, অপরিণামদর্শিতা একই সংসদ কর্তৃক ভিকেটিমের প্রতি ঘটা অপরাধের অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএম/এফএ

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ