প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১০:৩৩ পিএম
ন্যায়ের খাতিরে হলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার ২৩ মার্চ দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের
তিনি এ কথা বলেন।
খালেদা
জিয়ার জামিন পাওয়ার বিষয়ে এ সময় তিনি বলেন, ‘তার মানবিক ও নৈতিক অধিকার। এই হাইকোর্টেই
এক খুনের মামলা আছে। এক রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করায় তার ফাঁসি হয়েছিল। তবে কয়েক
সপ্তাহের জন্য তার জামিন হয়েছিল। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের
খাতিরে খালেদা জিয়াকে জামিন দেওয়া উচিত।
‘জাফরুল্লাহ বিএনপির কেউ না’
মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল কী বলেছেন,
তাতে আমার কিছু করার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমি কী বলব। আমি বলতে চাই আন্দোলন
করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে
তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন
তাদের পদত্যাগ করা উচিত হবে।’
টিসিবি
পণ্য নিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'রাস্তায় দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনা অত্যন্ত অপমানজনক।'
আমি বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে
৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসেব মতে, ওই সময়ে
সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। সুশাসনের অভাব, অনাচার, দুর্নীতির কারণে যাদের খাদ্য
প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছায়নি।
অনুষ্ঠানে
গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ড.
বিজন কুমার শীল, গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মনজুর কাদির আহমেদ, জাতিসংঘ জনসংখ্যা
পুরস্কারে ভূষিত প্রথম বাংলাদেশি নারী ডা. হালিদা হানুম আক্তার, আলোকচিত্রশিল্পী হাসান
সাইফুদ্দীন চন্দন, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থাপিত প্রথম বাংলাদেশি
আলোকচিত্রী কে এম আসাদ প্রমুখ উপস্থিত।
ডিআইএ/ডা