প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৬:৪৯ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নির্বাচন-ভীতি রোগে আক্রান্ত।
অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং
মিথ্যাচার এ রোগের লক্ষ্মণ।
বিএনপি রোগ সারাতে আবারও
বিদেশি চিকিৎসকের কাছে ধরনা দিতে
শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ
হবে না।’
সোমবার
(২১ মার্চ) সকালে সচিবালয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা
বলেন।
‘বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে
আনার চেষ্টা করছে’,
এমন দাবির প্রসঙ্গে কাদের বলেন, ‘তার আগে বিএনপির
নিজের ঘরে গণতন্ত্র ফিরে
আনা আবশ্যক। নিজেদের দলে অগণতান্ত্র এবং
স্বেচ্ছাচারিতা চর্চা করে বিএনপি কীভাবে
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশবাসী তা আবারও জানতে
চায়।’
‘বিদেশিরা ক্ষমতায় বসাবে’— এমন মরীচিকার পেছনে
না ঘুরে বিএনপিকে তওবা
করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান
জানান ওবায়দুল কাদের। তিনি বিএনপিকে ‘সংবিধান
অনুযায়ী অনুষ্ঠিতব্য’
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান।
তিনি
আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে গাঁটছড়া বেঁধে যারা রাজনীতি করে
এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে
এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই
নয়।’
এনএম/ডা