• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১০:৪০ পিএম

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ আরও মাস বাড়ানোর মত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ে পঞ্চমবারের মতো সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

বুধবার (১৬ মার্চ) তিনি কথা জানান।

আইনমন্ত্রী জানান, আগের শর্তে বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও মাস বাড়ানোর মতামত দিয়েছেন তারা।

বুধবার সকালে মন্ত্রণালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, আজই খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে মতামত জানাবেন।

এর আগে, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবারও সরকারের কাছে আবেদন করা হয়। একই সঙ্গে তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে চিকিৎসা করাতে বিদেশে নেওয়ার অনুমতি চায় তার পরিবার।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

পর্যন্ত ছয় মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে।

গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে। প্রতিবার একই শর্তে তাকে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশে যেতে পারবেন না।

এনএম

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ