• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খালেদার আবেদন আইন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৮:১৫ পিএম

খালেদার আবেদন আইন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবেদন পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে পাঠাব আমরা।

আগামী ২৪ মার্চ শেষ হবে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ। এই অবস্থায় কয়েক দিন আগে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে এবং চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন।

এনএম/এফএ

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ