• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৬:৪১ পিএম

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবারও সরকারের কাছে আবেদন করা হয়েছে। একই সঙ্গে তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে চিকিৎসা করাতে বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে।

বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

পর্যন্ত ছয় মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে।

এনএম/এফএ

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ