• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয়: ফখরুল

প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১১:২৪ পিএম

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

.লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তারা দেশকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তাঁতিদল আয়োজিত বিক্ষোভে তিনি কথা বলেন।

তিনি বলেন, '১৯৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দেশে দুর্ভিক্ষ হইয়েছিল। লাখ লাখ মানুষ না খেয়ে মরেছে।'

ক্ষমতাসীন দল দেশের মানুষকে বোকা বানাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, 'মাসে যাদের আয় কয়েক হাজার কোটি টাকা, তাদের সঙ্গে সাধারণ মানুষের আয় গড় করে সাধারণ জনগণকে বোকা বানানো হচ্ছে।'

সময় এমপি মন্ত্রীদের রাস্তায় বেরিয়ে জনগণ কেমন আছে, তা দেখার আহ্বান জানান এই বিএনপি নেতা।

তিনি বলেন, ‘সরকার বেঁচে থাকার অধিকার, ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে ক্রীতদাস বানানোর সব ব্যবস্থা করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতিদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ।

 আরএমসা/ডিআইএ

 

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ