• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দেশের কোনো অর্জনে নেতৃত্ব দিয়েছে বিএনপি, প্রশ্ন কাদেরের

প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৮:৩০ পিএম

দেশের কোনো অর্জনে নেতৃত্ব দিয়েছে বিএনপি, প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি দেশের কোনো অর্জনে নেতৃত্ব দিয়েছে? দেশের অর্থনৈতিক উন্নয়ন ভাগ্যোন্নয়নে বিএনপির অবদান কী? আসলে তাদের কোনো অর্জনই নেই।বিএনপি দেশে ভালো যা কিছু অর্জন করেছিল তা সরকার ধ্বংস করে দিয়েছেবিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে কাদের এসব কথা বলেন।

বুধবার ( মার্চ) সকালে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারের সময় শেষ হয়ে এসেছেবিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়। বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা নির্লজ্জ মিথ্যাচার অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রচার করছে। বঙ্গবন্ধু জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির প্রতিভূ বিএনপির সময় শেষ হয়ে এসেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। দেশের মানুষের ভাষার অধিকার, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তি, ভাত ভোটের অধিকার এবং অর্থনৈতিক অগ্রগতি সবই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে।

এনএম/ডা

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ