• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, প্রশ্ন মায়ার

প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৮:১০ পিএম

খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, প্রশ্ন মায়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে বীর মুক্তিযোদ্ধা বলা হচ্ছে কিন্তু ১৯৭১ সালে তিনি কোথায় যুদ্ধ করেছেন তা জানতে চাই।

সোমবার ( মার্চ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া প্রথম মহিলা বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। এদের ওপর আল্লাহর গজব পড়ুক।

তিনি আরও বলেন, ‘আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের আগ পর্যন্ত খালেদা জিয়া কোথায় ছিলেন, কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন এটা তাদের বলতে হবে। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা কোথায় আকাশের কোথায় পাতাল।

এনএম/ডা

আর্কাইভ