• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

‘নিরপেক্ষ কমিশন গঠন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে’

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৭:৩৩ পিএম

‘নিরপেক্ষ কমিশন গঠন করে সরকার প্রতিষ্ঠা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে কমিশন গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অংশ নেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার আওয়ামী লীগ থাকলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের সবাই সরকারের পছন্দের লোক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকারের অনুগত, সুবিধাভোগী তোষামোদকারীদের নিয়োগ দেয়া হয়েছে। তাদের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে গঠিত কোনো কমিশন কাজ করতে পারবে না। এটা জাতীয় স্থানীয় সরকারের সব নির্বাচনে প্রমাণ হয়েছে। তাই কমিশন গঠন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই।

সরকারকে পদত্যাগ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে আমরাসহ সব দল অংশগ্রহণ করবে।

এনএম/এফএ

আর্কাইভ