• ঢাকা মঙ্গলবার
    ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিএনপির বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৬:৩৬ এএম

বিএনপির বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন

সিটি নিউজ ডেস্ক


সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতে বিএনপি রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। রাত না পেরোতেই বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তনের কথা জানিয়েছে বিএনপি । পরিবর্তিত স্থান হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারিত সময়ে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আগামীকাল। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখবেন।

এর আগে দুপুরে প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাজেদ/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ